আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ পূর্বাহ্ন
এদেশের রাজনীতিতে সৎ মানুষ খুব বেশি নেই। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শতভাগ সৎ মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া তিনি অর্থনীতিবিদ ও অর্থমন্ত্রী হিসেবেও সফল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে আবদুল মুহিতকে শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, প্রয়াত অর্থমন্ত্রীর অনেক অবদান। তিনি ভাষা আন্দোলন করেছেন এবং মুক্তিযুদ্ধ করেছেন। ১০টি বাজেট তিনি শেখ হাসিনা সরকারের আমলে দিয়েছেন। আমি এমন কাজ পাগল মানুষ কম দেখেছি। কাজেই ডুবে থাকতেন। পড়াশোনায়ও ডুবে থাকতেন। ছুটির দিনেও তাকে অফিসে দেখা যেত।