আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:০৫ অপরাহ্
কাওসার হোসেন:
বাবা মায়ের স্বপ্ন সন্দ্বীপ ভবিষ্যৎ এ একজন বড় অভিনেতা হবে। তারও ইচ্ছে বড় অভিনেতা হওয়ার । তাইতো বাবার সাথে কিছুদিন আগেই একটি সিনেমার কাজ শেষ করলো সন্দ্বীপ । বাংলাদেশের এই প্রথম সাইন্স ফিকশন ছবি বিজ্ঞ পরিচালক এইচ আর হাবিব এর পরিচালিত ছবিটির শুটিং এর প্রথম ধাপ অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রামের নাইখংছড়িতে এবং শেষ ধাপ অনুষ্ঠিত হয় ধামরাইয়ের ফিল্ম ভ্যালি তে।পরিচালকের আন্তরিক নির্দেশনায় সন্দীপ এই ছবিতে অভিনয় করে। এই ছবিটি নিয়ে সবাই আসাবাদি । সিনেমায় সন্দ্বীপ এর চরিত্র ছিল নায়িকার ভাই । সে খুব দুরন্ত প্রকৃতির ছেলে। সে ঐ বয়সেই ভালোমন্দ বুঝবার বয়সটুকু তার হয়েছে। সে এলাকার সবার থেকে একটু আলাদা । সিনামায় সন্দ্বীপ খুব ভাল অভিনয় করেছে। এই জগতে সন্দ্বীপের অভিষেক ঘটে এইচ আর হাবিব দ্বারা পরিচালিত ওয়েব কমেডি নাটক অকরম দ্য ঠোগির এর এপিসোড 11 12 ও 13 এর মাধ্যমে। সে সকলের আশীর্বাদ প্রার্থী।