আজ মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদদাতা –
রাজধানী উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে পিতা আয়নূল কবির চৌধুরীর নিকট কথিত পাওনা টাকার অযুহাতে কলেজ পড়ুয়া ছেলে কে তুলে নেওয়ার চেষ্টায় উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। যার নম্বর – ১০৩৮ । সাধারণ ডায়েরীকারী আদনান কবির চৌধুরী জানান, তাদের বাসায় গত ১৮ তারিখ সকাল ৯ ঘটিকায় এস এম সাজ্জেদিন ( ৪২), এস এম সালেহ (৪০) এবং সৈয়দ পারভেজ রেজা লতিফ ( ৫০) বাসায় ঢুকে বাদী আদনান কবির চৌধুরীকে তুলে নিয়ে যেতে চায়।
হট্টগোল শুনে আশপাশের বসবাসকারীরা এগিয়ে এলে পরিস্থিতি বেগতিক দেখে বিবাদীরা সরে যায়।