আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

নিজেস্ব প্রতিনিধি –
অসীম বাউল আর নেই। এই খবর শোনার সাথে সাথে ছুটছে তার অসংখ্য ভক্তবৃন্দ তার বাড়ী অভিমূখী।
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের উলুবেড়িয়া গ্রামে পদ্মার প্রোমত্তা স্রোতের কূলেই ১৯৭৩ সালে জন্মগ্রহন করেন এই বাউল সাধক।
খুব ছোট বেলায় বাবা বানছা বিশ্বাসের কাছেই তার বাঊল গানের হাতে খড়ি। মূলত জীবিকা এবং বাবার পেশার কারণের পদ্মার ধার ঠেলে নৌকা নিয়ে ছুটতে হতো তাকে গভীর জলে। গভীর জলের একাকীত্ব থেকে সংগীত সাধনা এবং চর্চ্চা।
মূলত বাবার গুরু রামসাধুর নিকট অনুপ্রেরণা অত:পর ভারত যাত্রা।
ভারতে সেই দেশের বাউল সংঘের সভাপতি জয়দেব মহোন্তের নিকট বেশ কয়েকবছর বায়াত বা আধ্যাত্মিক বিদ্যা চর্চ্চা শিক্ষার পর নিজ মাতৃভূমিতে ফিরে এসে তার গানের গুরু আয়নাল হক বয়াতির সানিধ্যে এসে গানের শিক্ষা এবং এলমে মারফত তালিম নিয়ে মূত্যুর আগ পর্যন্ত পুরো বাংলাদেশ এবং ভারত জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তিনি মানিকগঞ্জ জাবড়ার আশ্রাফুল ইসলাম সিদ্দিকীর নিকট দীর্ঘদিন কোরআনের নানান ব্যখ্যা রপ্ত করেছিলেন। ফলে তিনি কি শরিয়ত -মারফত, গুরু- শিষ্য, নারী-পুরুষ নানান বিচার গান এবং পালা গানে অংশ নিয়েছেন সাথে নানান ধর্মীয় নিখুত ব্যাখ্যা দিতে সক্ষম হতেন । বাউল বিষয়ে তার একটি বই ও প্রকাশ হয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য সম্প্রতি অসীম বাউল এইচ আর হাবিব এর দুইটি ছবি রুপগাওয়াল এবং ছিটমহল ছবিতে প্লেব্যাক করেছেন।
এই নিয়ে অসীম বাউল সম্পর্কে চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব এর কাছে জানতে চাইলে তিনি জানান, “অসীম অত্যন্ত সাদা মনের মানুষ ছিল। কোন পারিশ্রমিক ছাড়াই সে আমার ছবি দুইটির দুইটি গানে কন্ঠ দিয়েছে। ছিটমহল ছবিতে গান গাইতে এসে ছবির কাহিনী দেখে সে আবেগাপ্লুত হয়ে পরেছিল। দেশের জন্য দেশের ছবিতে গান গেয়েছে বলে কোন অর্থ স্পর্শ করেনি। আমি ওর আত্মার শান্তি কামনা করি। ”
তার একজন ভক্ত লিখেছে কেন যে এই অসাম্প্রদায়িক মানুষগুলো চলে যায়।
অসীম বাউল রবিবার ২.৩০ মিঃ এর সময় দেহত্যাগ করে পরলোকে গেছেন।
কিন্তু রেখে গেছেন গোটা ভারত এবং বাংলাদেশে অসংখ্য তার অনুসারী এবং ভক্ত।
মূত্যু পূর্বে অর্জন করেছেন মানুষের ভালবাসার অসংখ্য পুরুষ্কার
বাংলাদেশ বাউল সমিতির সম্মাননা,বাংলা একাডেমি সম্মাননা, উত্তর চব্বিশ পরগণা বাউল সম্মাননা, রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলার শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা, বাউল রহমান সম্মাননাসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। সাথে দেশের লোকজ সাংস্কৃতিক বিকাশে রেখেছেন অনেক বড় ভূমিকা। সাধারণ তার গানের শ্রোতাদের পাশাপাশি ভক্তরা চান এই অসাম্প্রদায়িক বাউলকে যেন একুশে পদক ও স্বাধীনতা পদক দেওয়া হয়।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :