আজ মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৫০ অপরাহ্

ফেনীতে সন্তানদের জন্য ঈদের জামা কিনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী জয়নাল আবেদীন (৪৭) ও সোনাগাজীতে ইফতার পার্টি থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী জাহেদ হোসেন ফয়সাল (১৬) নিহত হয়েছেন। শুক্রবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছেন মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আবদুস সামাদ ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন।

নিহত জয়নাল আবেদীন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ভবগানপুর গ্রামের আবদুল জলিলের ছেলে ও ছয় মাসের ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

অপরজন জাহেদ হোসেন ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের দানু মাঝি বাড়ির একরামুল হকের ছেলে ও সোনাগাজীর আল-হেলাল একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আবদুস সামাদ জানায়, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাস হয়ে ফেনী শহরে আসছিলেন দুই মোটরসাইকেল আরোহী। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলওয়ে ওভারপাসের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদীন ও কাজী মাহবুব হাসান (৩৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত ঘোষণা করেন। আহত কাজী মাহবুব হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত জয়নাল আবদীনের ভায়রা ভাই (বউয়ের বড় বোনের স্বামী) নেছার উদ্দিন জানায়, ছয় মাসের ছুটিতে জয়নাল আবদীন গত চারমাস পূর্বে দেশে এসেছিলেন। স্ত্রী ও সন্তানদের ঈদের কেনাকাটা করার জন্য শুক্রবার রাতে বাড়ি থেকে ফেনী শহরে যাচ্ছিলেন জয়নাল আবদীন। পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আগামী জুন মাসে জয়নাল আবদীনের সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো।

এদিকে ফেনীর সোনাগাজীতে বন্ধুদের ইফতার পার্টি থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে জাহেদ হোসেন ফয়সাল নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনাগাজী আল-হেলাল একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক নিহতের পরিবার বরাত দিয়ে জানান, জাহেদের বন্ধুরা চরচান্দিয়া ইউনিয়নের পূর্ববড়ধলী গ্রামে ইফতার পার্টির আয়োজন করে

বিজ্ঞাপন

ইফতার শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চরচান্দিয়া ইউনিয়নের মদিনা বাজার এলাকায় বন্ধুর দ্রুতগতির মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় ফয়সাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফয়সালের মৃত্যু হয়।

 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :