আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্

নিজস্ব প্রতিনিধি :

রাজধানী ঢাকার ১৬টি আসনের বেশ কয়েকটি আসনে আওয়ামী লীগ নির্ভার হলেও সেখানে মাথাব্যথার কারণ হতে পারে ভোটার উপস্থিতি। এদিকে বেশিরভাগ আসনেই নিরুত্তাপ জাতীয় পার্টি (জাপা)। হাতেগোনা কয়েকজন প্রার্থী মাঠে নামলেও অনেকেই কেবল নামেই প্রার্থী। আসন ছাড়ের পর অনেকটাই ফিকে তাদের প্রচারণা।

ফেরদৌসকে অনেকটা নির্ভার মনে হলেও তার প্রধান প্রতিপক্ষ সরব হয়েছেন দুদিন হলো। লাঙ্গলের শাহজাহান মাঠে নেমেই বলছেন, সিনেমা আর বাস্তবের ফারাক অনেক। আর ঢাকা দশের সত্যিকারের নায়ক তিনিই।
 
শাহজাহান বলেন, সিনেমার মধ্যে তিনি পরিচিত ব্যক্তি। কিন্তু এলাকার জনগণের দিকে থেকে তিনি পরিচিত না। রূপালি পর্দা আর বাস্তবতার মধ্যে পার্থক্য আছে। তিনি তো জনগণ সম্পর্কে বুঝেন না। জনগণ তাকে মেনে নেবেন না।
 
যদিও ফেরদৌস বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে ফিল্ড ওয়ার্ক করে একটা ভালো জায়গায় আছি। এলাকার জনগণ এতদিন আমাকে একটু দূর থেকে দেখেছেন। এখন তারা আমাকে কাছ থেকে দেখছেন।  
 
তবে উত্তরের এই পাশে ঢাকা ১২, ১৩, ১৫, ১৬ আসনে অনেকটা নির্ভার আওয়ামী লীগের হেভিওয়েটরা। তবে প্রতিযোগিতা কম হওয়ায় এসব আসনে ভোট উপস্থিতি কম হওয়ার শঙ্কা রয়েছে। যদিও তা মানতে নারাজ নৌকার প্রার্থীরা। তাছাড়া ভোটারদের কেন্দ্রে নিতে কৌশলী হচ্ছেন তারা।
 
ঢাকা- ১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার বলেন, ভোটের দিনের জন্য আমাদের নেতাকর্মীদেরকে গ্রুপ করে দিচ্ছি। তারা নারীসহ বিভিন্ন শ্রেণীকে ভোট কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করে দেবেন। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাই রিকশার ব্যবস্থাও করে দেব।
 
ঢাকা- ১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, ভোটের জন্য মানুষ অপেক্ষায় আছে। তারা বলছেন, তাদেরকে বলতে হবে না। তারা পরিবার-পরিজন নিয়ে ভোট দেবেন।
 
এদিকে আগেভাগেই হাল ছেড়ে দিয়েছেন কেন? এমন প্রশ্নের উত্তর নেই এসব আসনে জাপার প্রার্থীদের কাছে।
 
ঢাকা- ১৫ আসনে জাপার প্রার্থী সামসুল হক বলেন, নৌকা প্রত্যাহার করে থাকলে সেটা কেন করলো, তারাই বলতে পারবে। আমরা ৩০০ আসনে নির্বাচন করছি। সারা দেশেই জাতীয় পার্টির নেতাকর্মীরা একটা ব্যাপারে নিশ্চিত, সেটা হলো আমরা ৩০০ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।  
 
তবে ঢাকা- ৪ আসনে নৌকা লাঙ্গলের দ্বৈরথ দেখা যাবে বলে মনে করছেন ভোটাররা।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :