আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩১ অপরাহ্

ডেস্ক নিউজ- ‘আমার সব শেষ হয়ে গেছে। বাবা মায়ের এত দিনের স্বপ্ন যানজট শেষ করে দিলো। সকালের শিফটের পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারিনি। তবে বিকেলে আমার আরেকটা শিফটের পরীক্ষা আছে, সেটাও দিতে পারবো কিনা তা বলতে পারছি না। যানজটে আমার স্বপ্ন শেষ ভাই।’ এভাবেই মুটোফোনে বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অংশ নিতে আসা আরিফ নামের এক শিক্ষার্থী।
রবিবার সাড়ে আটটা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই-১’-এর পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় অংশ নিতে শনিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রাজশাহী পৌঁছাতে শুরু করেন। কিন্তু রাতে যারা ঢাকা বা অন্য জেলা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে রাজশাহীর পথে রওনা হয়েছেন, তাদের অনেকেই পড়েছেন বিপত্তিতে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের কারণে এমন হাজারো ভর্তিচ্ছু রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানা গেছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অব্যাহত বৃষ্টিপাত ও চলমান রাস্তা সংস্কার কাজ চলায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিছুই করার নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘আমরা জেনেছি অসংখ্য শিক্ষার্থী রাস্তায় আটকে রয়েছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। আমাদের পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”
ভর্তিচ্ছু আরিফ বলেন, ‘আমি ঢাকা থেকে রাত ১০ টায় বাসে উঠি। সকাল নয়টায় এখন আমি সিরাজগঞ্জে আছি। শুধু আমি নই। আমাদের বাসে আরো ২০ জন আছে যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। তাদেরও একই অবস্থা।’
আলামিন সাদিক নামের এক পরীক্ষার্থী বলেন, আমি চট্টগ্রাম থেকে শনিবার ঢাকায় আসি। সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে হানিফ পরিবহনের বাসে রাজশাহীর পথে রওনা হই। আমার পরীক্ষা সকাল সাড়ে ৮টায়। কিন্তু এখন সাড়ে ৭টা বাজে, আমি যমুনা সেতুর পূর্ব পাড়ে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আমরা পরীক্ষার হলে দেখেছি ৯০ ভাগ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। হয়তো রাস্তায় অল্পসংখ্যক আটকে আছে।’

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :